আজ ১৭ এপ্রিল (বুধবার) ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়।
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। তখন উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা।
এদিকে প্রতি বছরের মতো এবারো মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে স্মৃতিসৌধে মন্ত্রী পরিষদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ স্বপন প্রমুখ।
উল্লেখ্য, একাত্তরের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলা আম্রকাননে প্রথম সরকারের প্রধানরা শপথগ্রহণ করেন।