কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ২ হাজার ১৫০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা দেয়া হয়েছে।
এতে করে প্রতিজন কৃষক বিনামূল্যে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার পেয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জামাল আহমেদ।
এছাড়া মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. কাশেম জোয়াদ্দার, কৃষি সম্প্রসারণ অফিসার সাবিহা সুলতানা, জেলা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জোয়াদ্দারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ জানান, খরিপ-১/২০১৯-২০২০ মৌসুমে আউশ ধান চাষের প্রণোদনার জন্য মিরপুর উপজেলাতে ২১৫০ জন কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।