বরগুনার পাথরঘাটা ও আমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজন হলেন, পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের পূর্ব কালমেঘা গ্রামের যধুনাথ কীর্তনীয়া ও আমতলীর আল-আমিন। এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে।
পাথরঘাটা থানার তদন্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বার্তা২৪.কমকে জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী যধুনাথ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। কালমেঘা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় যধুনাথ। প্রত্যক্ষদর্শীরা চালককে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে আমতলী থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে আমতলী ফিরছিলেন এনজিও কর্মী আল-আমিন। এসময় পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় আল-আমিন। গুরুতর আহত হন তার তার স্ত্রী।