মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়ি গ্রামে ট্রাক্টর উল্টে চালক নাইম হোসেন (২০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় মাঠ থেকে পাকা রাস্তায় দ্রুত উঠতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়।
নিহত নাইম হোসেন গাংনী উপজেলার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাইম ট্রাক্টর দিয়ে ইকুড়ি মাঠে জমি চাষ করছিলেন। সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হলে কাদায় ট্রাক্টরটি কাদায় আটকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তাই মাঠ থেকে দ্রুত গতিতে ট্রাক্টর চালিয়ে পাকা রাস্তার দিকে ওঠার চেষ্টা করেন। এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন নাইম। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাথানীয় রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু বলেন, মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন। ট্রাক্টরটি গ্রামে রাখা হয়েছে।