বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। নিহত গৃহবধূর নাম নাদিরা বেগম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বার্তা২৪.কমকে বলেন, বিয়ের পর থেকে নাদিরার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী ও তার স্বজনরা।
২০১০ সালের ১৯ আগস্ট স্বামী নূরুজ্জামান তার স্ত্রী নাদিরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে নুরুজ্জামান তার ভাই মো. রিয়াজ ও মা আরবজান বেগমের সহায়তায় লাশ সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। পরে তারা একে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করে। এ ঘটনায় মামলা দায়ের করে নিহতের পরিবার।
অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার প্রধান আসামি মো. নূরুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এ মামলার অপর আসামি রিয়াজ ও আরবজানের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করে আদালত।