কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কারিবুল মোল্লা (৪২) ও মুন্নাফন আলী (৫০) নামের দু’জন ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বার্তা২৪.কমকে বলেন, ‘বিকেলের দিকে মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থানে মেহেরপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতগামী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুজন মারা যান।’
তাদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।