কুষ্টিয়ায় গৃহবধূর  ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪.কম | 2023-08-30 20:39:47

কুষ্টিয়ার মিরপুরে সঞ্চিতা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫এপ্রিল) সকালে মিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মহল্লা থেকে তার  লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. খোয়াব আলী জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। নিহত সঞ্চিতা সুলতানপুর মহল্লার খোকনের স্ত্রী।

এদিকে নিহত গৃহবধূর শ্বশুর কালাম দাবি করেন, বৃহস্পতিবার রাতে ছেলেকে ওষুধ খাওয়ানো নিয়ে সঞ্চিতাকে তার শাশুড়ি গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নিজ ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। তাকে কোনো নির্যাতন করা হয়নি বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় গৃহবধূর বাবা সাইদুলের অভিযোগ, ‘তিনি জামাতাকে নগদ পঞ্চাশ হাজারসহ অনেক সময় মোটা অঙ্কের টাকা দিয়েছেন। এর পরেও জামাতা ও মেয়ের শাশুড়ি প্রায়ই সঞ্চিতার সঙ্গে দুর্ব্যবহার করতেন। আমি এর বিচার চাই।

 

এ সম্পর্কিত আরও খবর