মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ীতে ফেরি থেকে পড়ে মেহেদী হাসান রকি (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে কাঁঠালবাড়ী ফেরি ঘাটে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারের জন্য শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রস্তুতি নিচ্ছে।
জানা গেছে, নিখোঁজ রকি মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। তিনি তার খালা বাড়ি বরিশাল থেকে বাসে করে ঢাকায় যাচ্ছিলেন।
শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তোজা ফকির জানান, গভীর রাতে নদী পারাপারের জন্য ফেরিতে ওঠে মেহেদী হাসান রকিকে বহনকারী বাসটি। ওই সময় বাস থেকে নেমে ফেরিতে হাঁটছিলেন তিনি। তবে হঠাৎ ফেরি থেকে পা পিছলে নদীতে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।