কুষ্টিয়ার ভেড়ামারা থানায় নিজ হেফাজতে হেরোইন রাখার অভিযোগে দায়ের করা মাদকদ্রব্য মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তার এক লাখ টাকা জরিমানা অনাদায় আরা ১বছরের কারাদণ্ডের আদশ দেয়া হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ভেড়ামারা উপজেলার বিত্তিপাড়া গ্রামের মৃত. সিরাজুল ইসলামের ছেলে রুবেল হাসান। রায় হওয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালর ২৮ অক্টাবর দুপুরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত থেকে আলহাজ্ব পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস মাদকদ্রব্য নিয়ে ভেড়ামারার দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিপিসি-২ পাবনার টহল দল উপজেলার বারো মাইল নামক স্থানে বাস থামিয়ে তল্লাশি চালায়।
এসময় রুবেলের দেহ থেকে ৭৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-২ পাবনার ডিএডি আবুল হাসান শেখ বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য আইন একটি মামলা দায়ের করে।
কুষ্টিয়া কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, রাষ্ট্রপক্ষের একাধিক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযাগ সন্দাহতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে এ রায় দেন।