সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির পুকুরে নদীর কুমির ধরা পড়েছে। রোববার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের জলিল মোল্যার পুকুরে মাছ ধরার সময় কুমিরটি জেলেদের জালে ধরা পড়ে।
পুকুর মালিক জলিল মোল্যা জানান, পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে কুমিরটি জড়িয়ে যায়। এ সময় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বুড়িগোয়ালিনী বন অফিসে খবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে পুকুরটি সুন্দরবনের আইবুড়ি নদী সংলগ্ন হওয়ায় কুমিরটি রাতের আঁধারে বেড়িবাঁধ পেরিয়ে পুকুরে প্রবেশ করেছে।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জি. এম রফিক আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অক্ষত অবস্থায় কুমিরটি উদ্ধার করা হয়েছে। ৪০ ইঞ্চি লম্বা কুমিরটির ওজন ৫ কেজি। কুমিরটি নদী থেকে বাড়ির পুকুরে কীভাবে প্রবেশ করেছে তা জানা যায়নি। তবে, বিষয়টি অনুসন্ধান চলছে। সুন্দরবনে অভয়ারণ্য এলাকা কেয়া খালী খালে কুমিরটি অবমুক্ত করা হয়েছে।