নড়াইলের তিনটি উপজেলার দুইটিতে নৌকা এবং একটিতে আওয়ামী লীগ (স্বতন্ত্রপ্রার্থী) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। রোববার ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
জানা গেছে, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন খান নিলু (নৌকা), ভাইস-চেয়ারম্যান পুরুষ তোফায়েল মাহমুদ তুফান (টিয়াপাখি), ভাইস-চেয়ারম্যান মহিলা ইসমত আরা (হাস) জয়ী হয়েছেন।
কালিয়া উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষ্ণপদ ঘোষ (নৌকা), ভাইস-চেয়ারম্যান পুরুষ মোঃ ইব্রাহিম (চশমা), ভাইস-চেয়ারম্যান মহিলা সোহেলী পারভীর নিরি (কলস)।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, জেলা নির্বান অফিসার রাজু আহম্মেদ, সদর উপজেলা নির্বান অফিসার মোঃ আলমগীর হোসেনসহ প্রার্থীদের সমর্থকরা।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্রপ্রার্থী শিকদার আব্দুল হান্নান রুনু (আনারস), ভাইস-চেয়ারম্যান পুরুষ বিএম কামাল হোসেন (বৈদ্যুতিক বাল্ব) এবং ভাইস-চেয়ারম্যান মহিলা ফরহানার ইয়ানমিন ইতি (কলস) প্রতীকে জয়ী হয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তিনটি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।