সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাড. এম শাহ আলম সভাপতি ও অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভোট শেষে রাত সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুল জলিল (১) ফলাফল ঘোষণা করেন।
এ সময় প্রার্থীসহ আইনজীবী ও নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। নির্বাচনে ৪৮৯ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ভোট প্রদান করেন।
সূত্র জানায়, ২১ মার্চ নির্বাচনে সভাপতি অ্যাড. এম শাহ আলম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা অ্যাড. শেখ আব্দুস সাত্তার (১) পান ২১০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক অ্যাড. আ. ক. ম রেজওয়ান উল্লাহ সবুজ পান ২২৪ ভোট।
সহ-সভাপতি পদে বিএনপি নেতা মহিতুল ইসলাম ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ টি এম বাসারাতুল্লাহ আওরঙ্গী পান ১৪৫ ভোট। যুগ্ম-সম্পাদক পদে এ বি এম আনিসুজ্জামান আনিস ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুজ্জামান বাবু পান ১৫৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মো. মোস্তফা জামান ২২৭ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে মো. ইউনুস আলী ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল জলিল পান ১৪৪ ভোট।
সহ-সম্পাদক (ক্রীড়া) পদে মো. আকবর আলী ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে মো. সালাউদ্দীন (২) ১৫০ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সম্পাদিকা (মহিলা) পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাকী ইয়াছমিন।
এছাড়া সদস্যের ৩টি পদে শিহাব মাসউদ সাচ্চু ৩১৫ ভোট, সাহেদুজ্জামান সাহেদ ৩০০ ভোট এবং রফিকুল ইসলাম রফিক ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মো. আক্তারুজ্জামান, অ্যাড. তারক কুমার মিত্র, অ্যাড. আনিছুর কাদির ময়না, অ্যাড. শাকিলা খানম। এর আগে সকাল থেকে আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।