গাংনীতে গুলি বিনিময়ে মাদক কারবারি নিহত

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর, বার্তা২৪.কম | 2023-08-18 20:41:16

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক কারবারিদের দু’পক্ষের গুলি বিনিময়ে বুদু আলী (৩০) নিহত হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১ কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

নিহত বুদু আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের বেশ কয়েকটি মামলার আসামি। তিনি ওই উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ওই ঘটনার সময় হাড়াভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গুলি বিনিময়ের শব্দ শুনে স্থানীয়দের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ সম্পর্কিত আরও খবর