বাগেরহাটের মংলায় অফিসে ঢুকে মাথায় ইট দিয়ে আঘাত করে ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে এক দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে মংলা পৌর শহরের মাদরাসা রোডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্কয়ার ও মেডিপ্লাস কোম্পানির স্থানীয় ডিস্ট্রিবিউটর মেসার্স তরিকা এন্টারপ্রাইজের মালিক মো. আ. হাই জানান, আজ দুপুর আড়াইটার দিকে মাদরাসা রোডের মাদানী মসজিদ সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ম্যানেজার অজিত কুমার বণিক ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেয়ার জন্য বের হচ্ছিলেন। এ সময় মুখোশ পরিহিত এক দুর্বৃত্ত অফিসে ঢুকেই ম্যানেজারের মাথায় একটি ইট দিয়ে আঘাত করে। এতে তিনি চেয়ার থেকে নিচে পড়ে যান। এই সুযোগে টেবিলের উপর থাকা ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। পরে ঘটনাস্থল থেকে অজিতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন তিনি।
এদিকে দিনে দুপুরে অফিসে ঢুকে হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।
মংলা থানার এসআই মো. আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।