মেহেরপুরের গাংনীর আলোচিত মাদক ব্যবসায়ী আবুল কালামকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে কালামের নিজ বাড়িতে র্যাবের সহায়তায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের একটি দল। ওই সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কালাম হোসেন ওলিনগর গ্রামের সুলতান হোসেনের ছেলে। তিনি এলাকার চিহ্নিত ও আলোচিত মাদক ব্যবসায়ী। তার নামে গাংনী থানায় একাধিক মামলা রয়েছে।
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস.কে ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৮পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নিরাপত্তা সহায়তা দেন র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি হাদিউজ্জামানের নেতৃত্বে একটি অভিযান দল।
এদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে কালামের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ওই মামলার আসামি হিসেবে কালামকে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।