কুষ্টিয়া জেলা শহরের প্রাণ কেন্দ্র বড়বাজারের তুলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইশান বেডিংয়ের তুলা প্রসেসিং কারখানা পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মালিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মার্চ) দুপুরে বড়বাজার তুলা পট্টির একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়সহ ফায়ার সার্ভিসের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কুষ্টিয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আলী সাজ্জাদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।