মেহেরপুরের গাংনী শহরের মহিলা কলেজ মোড়ে বাসচাপায় সামসুল ইসলাম (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক কুষ্টিয়ার চৌড়হাসের মজনু মিয়া ও আরোহী শাওন হোসেন।
নিহত সামসুল ইসলাম গাংনী মহিলা কলেজপাড়ার মৃত খেদের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামসুল ইসলাম বাড়ি থেকে পায়ে হেঁটে গাংনী শহরে যাচ্ছিলেন। মহিলা কলেজ মোড়ের রাস্তা থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ওঠার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে প্রধান সড়কের উপরে ছিটকে পড়লে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সামসুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী শাওন হোসেনকে আহত অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।