নাশকতা মামলায় বাগেরহাটের মংলার বিএনপি-জামায়াতের ২১ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজাতে প্রেরণের নির্দেশ দেন।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত-১ এ আদেশে দেন।
জেলহাজতে প্রেরিত নেতাকর্মীরা হলেন- মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো: কোহিনুর সরদার, মংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো: হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা মো: ইউনুস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা আবু হোসেন পনি, ছাত্রদল নেতা মো:আবুল কাশেম, জামায়াত নেতা বাবর মুসাল্লী, জাহিদ মোল্লা, বিএনপি নেতা গোলাম হোসেন, ফারুক, রুহুল সহ মোট ২১ জন।
এদের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে মংলা থানায় পৃথক দুইটি নাশকতা মামলা দায়ের হয়। একটি মামলায় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক সহ ১৫ জন ও অপর আরেকটি মামলায় জামায়াত নেতা কোহিনুর সরদার ও মো: হোসেন সহ ৬ জনকে আসামি করা হয়।