মেহেরপুরের গাংনী উপজেলার গাজীপুরে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী।
রোববার (৪ মার্চ) রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া উপজেলার কাজীপুর গ্রামের বর্ডারপাড়ার বাসিন্দা।
পীরতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অজয় জানান, রাতে গাজীপুর এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনে স্থানীয়রা। সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। একই সময় একটি ওয়ানশুটার গান, একটি গুলি এবং আনুমানিক দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।