বাগেরহাটে অভিযান চালিয়ে শার্টারগানসহ মিজান খান (৩৮) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩ মার্চ) ভোরে জেলার মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের হোগলপাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজান খান হোগলপাতি গ্রামের মো. জব্বার খানের ছেলে।
বাগেরহাটের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে মৎস্য ঘের ব্যবসায়ী মিজানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শার্টারগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।