মেহেরপুর সীমান্তে ভারতীয় গরু আটক

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,মেহেরপুর, বার্তা২৪.কম | 2023-08-24 02:24:45

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে ৮টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (০২ মার্চ) ভোরে ভারত থেকে চোরাচালান করে আনা গরুগুলো আটক করতে সক্ষম হয় বিজিবি বাজিতপুর বিওপি জোয়ানরা। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ টাকা টাকা বলে জানায় বিজিবি। চোরাচালানের সাথে জড়িত ছয় চোরাচালানীর নামে মামলা করা হয়েছে।  

চুয়াডাঙ্গা ৬ বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে বাজিতপুর বিওপির একটি টহল দল বুড়িপোতা সীমান্তের ১১৭/৬ আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় অভিযান চালায়।  এসময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ভারতীয় গরু নিয়ে প্রবেশ করে কয়েকজন চোরাচালানি।  বিজিবির টহল দলের অবস্থান টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়। বিজিবি বাজিতপুর বিওপির হাবিলদার আলা উদ্দীন আটককৃত ৮টি গরু কাস্টমস অফিসে জমা দিয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।  

পালিয়ে যাওয়া গরু চোরাচালানিরা হচ্ছে- বুড়িপোতা গ্রামের ধুলু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪০), নজরুল ইলামের ছেলে সেলিম মিয়া (৩৫), আইয়ুব আলীর ছেলে মিনা (৪০), নঈম উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম (৪০), সাত্তার আলীর ছেলে খুশিরুল ইসলাম (৪০) ও মোক্তার আলীর ছেলে আব্দুল জব্বার (৪৫)।  

অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পরিচালক ইমাম হাসান।

 

এ সম্পর্কিত আরও খবর