পাবনার দুই উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।
তারা হলেন- পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোশারোফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে গোলাম আজম শাওয়াল বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শামসুন্নাহার রেখা।
অন্যদিকে, সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাহিনুজ্জামান শাহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম তাদের নির্বাচিত ঘোষণা করেন।