কুষ্টিয়ায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মো. নান্টু নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. নান্টু কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন মো. নান্টু। নিহত নারী ওই বাড়ির প্রতিবেশী ছিলেন। ফলে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করাসহ কুপ্রসস্তাব দিয়ে আসছিল। ২০১৫ সালের ৩০ মার্চ রাত ২টার দিকে প্রতিবেশী সেই ভিকটিমের রুমে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণশেষে বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন মিরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১৬ সেপ্টেম্বর মারা যান।
পরবর্তীতে একই বছরের ১১ নভেম্বর মো. নান্টুকে অভিযুক্ত করে আদালতে সম্পুরক চার্জশিট দাখিল করেন।