পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, `শহর যেমন পরিচ্ছন্ন থাকার দরকার, তেমনি পরিচ্ছন্ন থাকা দরকার আমাদের বন ও নদী।'
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে নৌযান মালিক ও বনবিভাগের কর্মকর্তাদের ডাস্টবিন প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী বলেন, `বিভিন্ন নৌযান করে যারা সুন্দরবনে যাচ্ছেন তারা লোক চক্ষুর অন্তরালে তাদের ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলে থাকেন। সমুদ্র-নদীতে ফেলা এ সকল বর্জ্য খেয়ে অনেক প্রাণী মৃত্যুর মুখে পতিত হচ্ছে।'
তিনি আরও বলেন, `কিন্তু আমরা সে প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে পারি শুধু একটু সাবধানতা অবলম্বন করে। সেজন্য পরিবেশ মন্ত্রণালয় থেকে সাগর ও সুন্দরবনগামী নৌযানগুলোতে দেওয়া হচ্ছে প্যাডেস্টাল ডাস্টবিন। বিশেষ করে যারা সুন্দরবনে যাবে তারা তাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনসহ সকল বর্জ্য যেন বনের নির্দিষ্ট স্থানে ও নৌযানগুলো রাখা ডাস্টবিনে ফেলে। তাহলেই এটা দেখে মানুষ উদ্বুদ্ধ হবে। তারা বুঝতে পারবে আমাদের মানুষদের যেমন বেঁচে থাকার অধিকার আছে, প্রতিটি প্রাণিরই তেমনি বেঁচে থাকার অধিকার আছে।'
এ সময় উপমন্ত্রী সুন্দরবন ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত লঞ্চ, ট্রলার, জালিবোট মালিকদের সংগঠন মোংলা বন্দর জালিবোট মালিক সমবায় সমিতির সভাপতি এইচ এম দুলাল ও সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবিরের হাতে বর্জ্য ফেলার কাজে ব্যবহারের জন্য ১০৪টি ডাস্টবিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির।