মেহেরপুরে ফেনসিডিলসহ আলভী আহম্মেদ (২৮) নামের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে মেহেরপুর সদর থানা হাজতে (শ্রীঘরে) রয়েছেন।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর শহরের পণ্ডেরঘাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত আলভী মেহেরপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে দেড় বছর ধরে কর্মরত। তার বাড়ি সাতক্ষীরা জেলার ভালুকা গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা জানান, ফেনসিডিল বহনের গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল পণ্ডেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ফেনসিডিল নিয়ে জেলা কারাগারের উদ্দেশ্যে যাচ্ছিলেন আলভী। পুলিশের অভিযান দলটি তার দেহ তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল পায়। ভারতীয় ফেনসিডিল বহনের দায়ে তাকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, কারারক্ষী আলভীর নামে সদর থানায় মাদক আইনে একটি মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান। ওই মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এছাড়া কারারক্ষী আলভীকে ফেনসিডিলসহ আটক ও মামলার বিষয়ে তার কর্মস্থলে একটি প্রতিবেদন পাঠানো হবে।