কুষ্টিয়ায় মাদক সেবনের দায়ে পৌরসভা কাউন্সিলর রবিউল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের পেছন থেকে মাদক সেবন অবস্থায় তাকে আটক করে পুলিশ। আটকের পর দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন শুনানি শেষে রবিউল ইসলামকে দুই বছরের কারাদণ্ড দেন।
আদালতে দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।