কুষ্টিয়ার ভেড়ামারায় সুগার মিলের ট্রলির চাকায় পৃষ্ট হয়ে সুমি খাতুন (৩০) নামের এক গৃহবধু নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়িপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি খাতুন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বিপুল হোসেনের স্ত্রী।
ভেড়ামারা মডেল থানার (ওসি) খন্দকার শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমি আত্মীয়র বাড়ি থেকে তার স্বামীর বিপুল ও সন্তানের সাথে মোটসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাগগাড়িপাড়া এলাকায় কুষ্টিয়া সুগার মিলের আঁখ বোঝাই ট্রলির ধাক্কায় রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এতে ট্রলির চাকায় পৃষ্ট হয়ে সুমি ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার স্বামী বিপুল ও শিশু সন্তান আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।