কুষ্টিয়ার কুমারখালীতে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের ময়না মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে যান জাহিদুল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাননি। স্থানীয়রা সকালে ধলনগর গ্রামের একটি মাঠে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে জাহিদুলের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহিদুল আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।