কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর রতন আলী (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর লাহিনীপাড়ায় কালী নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রতন লাহিনীপাড়া গ্রামের আজম শেখের ছেলে। সে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বের হয়ে রতন আলী আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। বুধবার সকালে লাহিনীপাড়ার কালী নদীতে গোসল করতে গিয়ে একজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
রতনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।