পাবনার ৯ উপজেলায় আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

পাবনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪ | 2023-08-31 05:26:45

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পাবনার ৯ উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

দলীয় প্রতীক প্রাপ্তরা হলেন, পাবনা সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, ঈশ্বরদীতে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান বিশ্বাস, আটঘরিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, চাটমোহরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, ভাঙ্গুড়াতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মোঃ বাকিবিল্লাহ, ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার, সুজানগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাঁথিয়ায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও বেড়ায় উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের।

জানা যায়, আটঘরিয়া, সুজানগর ও সাঁথিয়া উপজেলায় দলীয় মনোনয়ন প্রাপ্তরা এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

অন্যদিকে পাবনা সদর উপজেলায় মোশাররফ হোসেন বর্তমান চেয়ারম্যান ছাড়াও আরও দু’বার নির্বাচিত হয়েছেন। ভাঙ্গুড়া, বেড়া, ফরিদপুর উপজেলার প্রার্থীরা এর আগেও উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিতসহ অন্যরা ইতোপূর্বে নির্বাচন করেছেন। 

 

 

এ সম্পর্কিত আরও খবর