২০১৫ সালের ১৩ জুন সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিরাজুম মনির সাকিব হত্যাকাণ্ডের প্রধান আসামি সাবেক সেনাসদস্য মোতাহার হোসেন সিআইডি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
আটক ওই সাবেক সেনাসদস্য দিনাজপুর সদরের শংকরপুর মহল্লার মৃত জয়নাল আবেদীনের পুত্র।
হত্যাকাণ্ডের সাড়ে ৩ বছর পর মোতাহার হোসেনকে নীলফামারী শহর থেকে গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আটক করা হয়। আদালত থেকে আটক ওই সেনাসদস্যকে দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আদালতের কাছে আরও তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি।
এদিকে, সেনাসদস্যের ফাঁসির দাবিতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
২০১৫ সালের ১৩ জুন সৈয়দপুর সরকারী কারিগরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র সিরাজুম মনির সাকিবের হাত-পা বাঁধা মরদেহ কলেজ সংলগ্ন একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত সাকিব নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়ার বাসিন্দা নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কার্যালয়ের বিক্রয় সহকারী আলহাজ্ব হাবিবুর রহমানের ছেলে।