দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হিলির হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে আব্দুল খালেক (২২), নবাবগঞ্জ উপজেলার পুটিমারা গ্রামের মৃত আসকর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০), দিনাজপুর কোতোয়ালি থানার নিমনগর বালুবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাকির হোসেন (৩৩)।
হিলি থানা সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (হিলি সার্কেল) আখিউল ইসলাম, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত-ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এসআই আমির সোহেল, এসআই শফিকুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পরে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ আব্দুল খালেক, সাইফুল ইসলাম ও জাকিরকে গ্রেফতার করে তারা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।