কুষ্টিয়ার মিরপুরে মাটি চাপা পড়ে আকাশ (১২) ও তরিকুল (১২) নামের দুই শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন (১০) নামের আরেক শিশু গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আকাশ ঐ এলাকার মন্টু মণ্ডলের ছেলে। তরিকুল একই এলাকার হাসেম আলীর ছেলে। আহত লিখন একই এলাকার নাসিরের ছেলে।
স্থানীয়রা জানায়, আকাশ, তরিকুল ও লিখন বাড়ির পার্শ্ববর্তী মসলেম মণ্ডলের ছেলে আয়নালের জমিতে সদ্য ইটভাটার জন্য কাটা উঁচু মাটির টিলার নিচে খেলা করছিল। হঠাৎ করে উঁচু মাটির টিলার একাংশ ভেঙ্গে পড়ে ওই ৩ শিশুর ওপর।
এতে মাটির নিচে চাপা পড়ে তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশ ও তরিকুলকে মৃত বলে ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।