সুন্দরবন থেকে হরিণের চামড়া মাথা মাংস উদ্ধার

বাগেরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বাগেরহাট,বার্তা২৪.কম | 2023-08-31 15:09:37

সুন্দরবনের কালির খাল এলাকা থেকে দুইটি হরিণের চামড়া ও দুইটি মাথাসহ ১০ কেজি মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত চামড়া, মাথা ও মাংস বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র মোংলা সদর দপ্তরের অপারেশন অফিসার লে: আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পশ্চিম সুন্দরবনের কালির খাল এলাকায় একদল চোরা শিকারী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড’র কৈখালী স্টেশনের সদস্যরা সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি হরিণের চামড়া, ২টি মাথা ও ১০ কেজি মাংস উদ্ধার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া চামড়া, মাথা ও মাংস রাতেই কৈখালী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর