মেহেরপুরের মুজিবনগরে পিকনিকের বাসের ধাক্কায় শমসের মালিথা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় গৌরিপুরে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত শমসের মালিথা উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত গফুর মালিথার ছেলে।
পুলিশ জানায়, রাজশাহীর এম রহমান নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী ও শিক্ষকরা শিক্ষা সফর করতে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে যাচ্ছিলেন। শারমিন পরিবহন নামের ওই বাসটি (ঢাকা মেট্রো জ-০৪-০১৩৮) স্থানীয় গৌরনগর মোড় অতিক্রম করার সময় শমসের আলীকে ধাক্কা দেয়। সে সময় বাইসাইকেলযোগে আড়াআড়িভাবে রাস্তা পার হচ্ছিলেন তিনি। বাসের ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জব্দ করে বাসটি থানা হেফাজতে নেয় পুলিশ। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, বাস ও মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি।