‘রাঘব-বোয়ালদের হাত থেকে মন্দিরের সম্পত্তি রক্ষা করেছি’

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪ | 2023-08-26 00:29:23

'আমি রাঘব-বোয়ালদের হাত থেকে হাটভরতখালীর জয়কালী মন্দিরের সম্পত্তি রক্ষা করেছি। শুধু বাংলাদেশের না, পাক-ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ কালী মন্দির এই জয়কালী মন্দির।'

রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার হাটভরতখালীতে জয়কালী মন্দিরের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।  

জয়কালী মন্দির সেবা সংসদের সভাপতি রনজিত কুমার চন্দ্রের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষ, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল হক দুদু, জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হিরু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকসী সুর্য্য ও সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সাঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মোদক, সাঘাটা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র সাহা ও জয়কালী সেবা সংসদের সাধারণ সম্পাদক অশোক কুমার সিনহা প্রমুখ।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর