শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার আগে বরগুনায় অবাধে চলছে কোচিং বাণিজ্য। তবে কৌশলটা এবার একটু ভিন্ন। সচেতনমহলের দাবি, প্রভাবশালীদের ছত্রছায়ায় কোচিংয়ের সাইনবোর্ডে ‘স্কুল’ জুড়ে দেওয়া হয়েছে।
বাইরে থেকে যে কেউ দেখলে মনে করবেন, এটা আসলেই স্কুল। কিন্তু ভেতরে চলে কোচিং বাণিজ্য। প্রভাবশালীদের আশীর্বাদ থাকায় এসব কোচিং বন্ধ করতে পারছে না প্রশাসন।
বরগুনার কলেজ রোড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাইনবোর্ডে লেখা অক্সফোর্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এটি মূলত একটা কোচিং সেন্টার ছিল। এখন নামটা একটু পরিবর্তন করা হয়েছে। এই স্কুলের ভেতরে সব শ্রেণির কোচিং করাতে দেখা গেছে।
প্রতিষ্ঠানটিতে প্রবেশের অনুমতি চাইলে দুইজন শিক্ষকের তোপের মুখে পরতে হয় এই প্রতিবেদককে। কিছুক্ষণ পর কোচিং সেন্টারের পরিচালক শাহিন শিকদার জানান, তারা সব নিয়ম মেনেই কোচিং সেন্টার চালাচ্ছেন। তাই এখানে কোনো ছবি তোলা যাবে না।
একই অবস্থা দেখা যায়, আব্দুল খালেক স্কুল, এভারগ্রিন স্কুল, প্রি-ক্যাডেট স্কুল, সৃষ্টি বিজ্ঞান একাডেমিসহ প্রায় ৩০টি কোচিং সেন্টারে। এসব কোচিং সেন্টারে এসএসসি শিক্ষার্থীদেরও কোচিং করাতে দেখা গেছে।
জানতে চাইলে আব্দুল খালেক স্কুলের পরিচালক আব্দুল খালেক বার্তা২৪.কমকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরই আমরা রাতে কোচিং করানো বন্ধ করে দিয়েছি।‘
বিকালে কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিকালে আমরা স্কুল চালায়।’
এ ব্যাপারে এভারগ্রিন স্কুলের পরিচালক মো. আব্দুর জব্বার বার্তা২৪.কমকে বলেন, ‘নির্দেশনা পাওয়ার পর রাতের কোচিং বিকালে করানো হয়। সন্ধ্যার আগে সব শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়।’
শিক্ষামন্ত্রীর নির্দেশনা অমান্য করার বিষয়ে বরগুনার প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর মৃধা বার্তা২৪.কমকে বলেন, ‘প্রশাসন ও প্রভাশালীদের যোগসাজশেই চলছে কোচিং বাণিজ্য। যাদের টাকা আছে তারা শিক্ষা কিনছে, যাদের টাকা নেই তারা কিনতে পারছেন না। ফলে শিক্ষা অর্জনে বৈষম্য সৃষ্টি হচ্ছে।’
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদ বার্তা২৪.কমকে বলেন, ‘স্কুলের নাম ব্যবহার করে কোচিং সেন্টার চালালেও ঐসব স্কুল অবৈধ। কলেজ রোডের অধিকাংশ কোচিং সেন্টার নাম পরিবর্তন করে সাইনবোর্ডে স্কুল ব্যবহার করছে। তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’