দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল।
তিনি বলেছেন, `নতুন মন্ত্রীপরিষদ গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। সেদিনই তিনি বলেছেন, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রায় ১২৩ ভাগ বেতন বাড়িয়েছি। সেক্ষেত্রে কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, `যেমনি আমরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি একইভাবে দুর্নীতির বিরুদ্ধেও আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ বার্তা কিন্তু প্রশাসনের মধ্যে পৌঁছে গেছে। গত দশ বছরে দেশ অনেক দুর্নীতিমুক্ত হয়েছে। কিছুটা অনিয়ম আছে সেগুলো আমরা দূর করার সর্বাত্মক চেষ্টা করব।'
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম নির্বাচনী এলাকায় আসেন ফরহাদ হোসেন দোদুল। এ কারণে মেহেরপুর জেলাজুড়ে ছিল সাজ সাজ রব। সড়ক পথে তিনি মেহেরপুর জেলার প্রবেশদ্বার দরবেশপুর পৌঁছালে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদ্জুজামান খোকন ও আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে দরবেশপুর থেকে মেহেরপুর শহরের পৌর কবরস্থান পর্যন্ত রাস্তার দু’পাশে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এরপর কবর জিয়ারত করে সার্কিট হাউসে গেলে প্রতিমন্ত্রী দোদুলকে প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।