বুধবার নীলফামারী গড়াচ্ছে বিপিএল

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম | 2023-08-24 12:16:13

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) বুধবার (২৩ জানুয়ারি) গড়াচ্ছে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে।

বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে প্রথম খেলায় আবাহনীর বিপক্ষে লড়বে স্বাগতিক বসুন্ধরা কিংসের দল।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় স্টেডিয়ামে খেলার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহাসান রাসেল।

এ সময় উপস্থিত থাকবেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দীন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

আবাহনী মঙ্গলবার (২২ জানুয়ারি) নীলফামারীতে পৌঁছে অনুশীলন করেছেন রংপুর ক্যান্টনমেন্ট মাঠে এবং বসুন্ধরা কিংস অনুশীলন করেছেন তাদের হোম ভেন্যুতেই।

খেলাকে কেন্দ্র করে শেখ কামাল স্টেডিয়াম সেজেছে রঙিন সাজে। প্রিমিয়ারের খেলায় দর্শক ঢলের অতীত ঐতিহ্য ধরে রাখতে চায় জেলা ক্রীড়া সংস্থা। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকিট বিক্রি চলছে শহরের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফার্মার্স ব্যাংক এবং পূবালী ব্যাংকের নীলফামারী শাখায়।এছাড়া জেলা সদরে, সৈয়দপুর, কিশোরগঞ্জ, ডিমলায় স্থাপন করা হয়েছে একটি করে টিকিট বিক্রয় বুথ। এছাড়াও প্রচার মাইকের সঙ্গে টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

কিংসের কোচ ব্রজোন বলেন, 'আবাহনী একটি শক্তিশালী দল। তারা গতবারের লীগ চ্যাম্পিয়ন। আগামীকালের খেলা আমার জন্য একটি চ্যালেঞ্জ। আবাহনীর কোচ মারিও লিচিনিও লেমস একজন দক্ষ ব্যক্তি। আমাদের দু’জনের দলই শক্তিশালী। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে চলবে কঠিন লড়াই। বসুন্ধরার হোম ভেন্যুতে আমরা মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়েন্টকে হারিয়েছি। আশাকরি আবাহনীকেও হারাতে পারব।'

স্বাগতিক ব্রজোনের দলকে টপকাতে চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন আবাহনীরও।

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের আন্তর্জাতিক ভেন্যুর অভিষেক হয় বাংলাদেশ জাতীয় দল ও শ্রীলঙ্কার প্রীতি ম্যাচের মধ্য দিয়ে।সেসময়ে মাঠে তিল ধরারও ঠাই ছিলো না। মাঠে সরব উপস্থিতি ছিলো প্রমীলা দর্শকদের।

এ সম্পর্কিত আরও খবর