মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ টিনের চিমনীর ইটভাটা সিলগালা ও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া আঞ্চলিক দুর্নীতি দমন কমিশনের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এসময় মোনাখালী, দারিয়াপুর ও ভবানিপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানা ও ভাটার বৈধ্য কাগজপত্র না থাকায় সিলগালা করে দেওয়া হয়।
এসব ভাটায় ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানান, মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ টিনের চিমনির ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ভাটা তিনটি সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়ার অঞ্চলের উপ-পরিচালক লুৎফর রহমানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।