মেহেরপুরের গাংনীতে ভুয়া আনসার রিপন হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রিপন গাংনীর হোগল বাড়িয়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।
শনিবার (১৯ জানুয়ারি) রাতে গাংনী থানা পুলিশের একটি টিম রিপনকে গ্রেফতার করে। রোববার (২০ জানুয়ারি) বিকেলে গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজেদুল ইসলাম জানান, রিপন হোসেন হোগল বাড়িয়া গ্রামের এক কলেজ ছাত্রীকে নানা ভাবে উত্ত্যক্ত করত। গত শুক্রবার রাতে আনসার বাহিনীর পোশাক পরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে সবাইকে গ্রেফতারের ভয় দেখায়। এ সময় স্থানীয়রা রিপনকে চিনে তাড়া করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করলে শনিবার রাতে রিপনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়।