মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রাম। ভ্যানযোগে গেলেন কয়েকজন লোক। তাদের কাছে বৈদ্যুতিক নানান সরঞ্জাম। প্রবেশ করলেন বিধবা মোমেনা খাতুনের বাড়িতে। গৃহকর্তার কাছ থেকে আবেদন সংগ্রহ করেই ওয়ারিং পরিদর্শন সম্পন্ন করা হলো। সেখানে বসেই রসিদে গ্রহণ করা হয় মিটারের জামানত।
একদিকে কাগজপত্রের কাজ সম্পন্নের কাজ চলছে অন্যদিকে মিটার স্থাপনের কাজ করছিলেন কয়েকজন লাইনম্যান। মাত্র ৫ মিনিটের মধ্যে স্বপ্নের বৈদ্যুতিক আলোয় আলোকিত হলো মোমেনার বাড়িঘর। মিটার পেয়ে শুধু ওই বাড়ির লোকজনই নয় আশেপাশের লোকজনও আনন্দে ভাসছেন।
হ্যাঁ, এটিই হচ্ছে পল্লী বিদ্যুতের আলোর ফেরিওয়ালা। মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের একদল কর্মকর্তা-কর্মচারী ভ্যানে করে মিটার প্রত্যাশীদের বাড়ি বাড়ি গিয়ে এভাবেই দিচ্ছেন সংযোগ।
বুধবার (১৬ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন গাংনী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাস। উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার রাসেল আহমেদ, প্লান্ট হিসাব রক্ষক নুর ইসলাম সিদ্দিক, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর (ইসি) আবুল কাশেম, ওয়ারিং ইন্সপেক্টর আমিরুল ইসলাম, লাইনম্যান আব্দুল্লাহ ও সোহেল রানা।
বিদ্যুৎ পেয়ে গৃহবধূ মোমেনা খাতুন বলেন, 'আমার কোন লোকজন নেই তাই অফিসে গিয়ে আবেদন করা সম্ভব হচ্ছিল না। এভাবে বাড়ি বসে বৈদ্যুতিক মিটার পেয়ে যাবো তা স্বপ্নেও ভাবিনি।'
শুধু মোমেনা খাতুনের বাড়িতেই নয় প্রথম দিনেই গাংনী জোনাল অফিসের আওতাধীন প্রায় ২০টি বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিয়েছে আলোর ফেরিওয়ালা টিম।
এ প্রসঙ্গে গাংনী জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ স্লোগানে ৫ মিনিটে আলোর ফেরিওয়ালার মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেয়া হচ্ছে। যাদের বাড়িতে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি তাদের যদি খুঁটি লাগে তাহলে আগামী সাত দিনের মধ্যে আবেদন করতে হবে। খুঁটি দিয়েই তাদের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেয়া হবে। গ্রাহক হয়রানি বন্ধ ও দুর্নীতিমুক্ত করতেই আলোর ফেরিওয়ালা কর্মসূচি চালু করা হয়েছে।'