সুন্দরবন থেকে ১৪০০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী-নলবুনিয়া খাল এলাকা থেকে ওই দীর্ঘ ফাঁদের দড়ি উদ্ধার করা হয়।
এ সময় হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদে চরখালী টহল ফাঁড়ির কর্মকর্তা মো. ফরিদুল হক বন রক্ষীদের নিয়ে ওই এলাকায় অভিযানে গেলে চোরা শিকারিরা টের পেয়ে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শিকারিদের ফেলে যাওয়া ১৪শ ফুট দড়ি দিয়ে তৈরি অনেকগুলো ফাঁদ উদ্ধার করা হয়েছে।
চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফরিদুল হক বলেন, 'ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া হরিণ শিকারিদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায়। নাম ঠিকানা সনাক্তের পর ওই সকল শিকারিদের নামে বন আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।