সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মাসুম হাওলাদার (৩০) নামের এক জেলে আহত হয়েছেন।
বুধবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আড়াই বেকী এলাকায়। মাসুমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাঘের আক্রমণের শিকার ওই জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ: জলিল হাওলাদারের ছেলে।
মাসুমের বড় ভাই জাহিদুল ইসলাম জানান, বুধবার বনের আড়াই বেকী এলাকায় মাসুম ও তার সঙ্গীয় জেলেরা মাছ ধরছিল। এ সময় হঠাৎ করে পিছনের দিক থেকে একটি বাঘ মাসুমকে আক্রমণ করে।
মাসুমের উপর আক্রমণের পর আশপাশের জেলেরা ডাক-চিৎকার দিয়ে একত্রিত হয়ে বাঘটিকে তাড়া করলে বাঘ মাসুমকে ছেড়ে বনের গহিনে চলে যায়। বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে মাসুম সোমবার বনে মাছ ধরতে যান।
বন বিভাগের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, 'বাঘের আক্রমণে মাসুম নামের এক জেলে আহত হওয়ার খবর শুনেছি। এর চেয়ে বেশি কিছু জানতে পারিনি।'